গণহত্যায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঢাকায় তিনি এ মন্তব্য করেন।
২০২৪ সালের কোটা আন্দোলনে বাংলাদেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।
আন্দোলনের এক পর্যায়ে গেল ৫ আগস্ট আওয়ামী লীগের প্রায় দেড় যুগের ক্ষমতার অবসান হয়।
এরপর থেকেই আওয়ামী লীগের বিচার চাইছে কয়েকটি দল।
তাদের অভিযোগ, দল হিসেবে আওয়ামী লীগ আন্দোলন ঠেকাতে হত্যাকাণ্ডে জড়িয়েছিল।
বর্তমানে দেশটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। দলটির নেতাকর্মীরাও ধরপাকড়ের শিকার হচ্ছেন।
আওয়ামী লীগের বিচারের পাশাপ নির্বাচন নিয়েও বুধবার কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “যারা নির্বাচন পেছাতে চায়, তাদের মনে রাখতে হবে জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন।”
বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইলেও কয়েকটি দল এর বিরোধিতা করছে।
তারা নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের দাবি জানিয়ে আসছেন।