ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বড় অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদরা এ অবস্থা চলমান থাকার বার্তাই দিচ্ছেন।

ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বুধবার সকাল ১০টা পর্যন্ত দেশের ৪ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এ চার বিভাগ হল- ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে, এমন সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতাও তৈরি হতে পারে।