কামরুল হাসান, জবি প্রতিনিধি
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাওয়া জবির ৩ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের এই ৩ শিক্ষার্থী চলতি মাসে তথ্য ও চলচ্চিত্র মন্ত্রণালয়ের অনুদানের জন্য মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
এসময় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোঃ নিসতার জাহান কবির উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়া চলচ্চিত্রের মধ্যে ‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার এবং পরিচালক ও চিত্রনাট্যকার একই বিভাগের শিক্ষার্থী রাবী আহমেদ।
আর ‘Who has made us fly?’ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।
প্রতিটি চলচ্চিত্র নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা করে অনুদান দিবে সরকার।