নির্বাচন: আইনশৃঙ্খলাবাহিনী ‘প্রস্তুত হবে’ ৬ মাসে, বললেন উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


রবিবার দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর একটি দেশের অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বচন নির্ভর করে।

দেশের নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের জন্য পুলিশ-প্রশাসনের প্রস্তুতি ঠিক আছে, সুষ্ঠু পরিবেশও আছে।

আগামী ৬ মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলেও দাবি করেন তিনি।

মব, ধর্ষণসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক সময়ে ফরিদপুর, কুমিল্লা, লালমনির হাটসহ যেখানেই মব তৈরি হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো অপরাধের জন্য অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার দেন তিনি ।

স্বরাষ্ট্র উপদেষ্ট বলেন, যেখানেই মব সৃষ্টি হয়েছে সেখানেই তাদের বিরুদ্ধে প্রপার স্টেপ নেয়া হচ্ছে।