মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।
তার ভাষ্য- অভিযুক্তদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২ মাসে ৩৬ বাংলাদেশিকে আটক করার তথ্য দিয়েছিল মালয়েশিয়ার পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইলের দাবি, এই দলটি বাংলাদেশে সরকার উৎখাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
দুপুরে ঢাকা বিমানবন্দরে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে এখনো কিছুই জানায়নি কুয়ালালামপুর।
তবে তারা যে জঙ্গি নয়, সে বিষয়ে নিশ্চিত জাহাঙ্গীর আলম চৌধুরী।
“মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। দেশে পাঠানো ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।”
বাংলাদেশে কোন ধরনের জঙ্গীবাদ নাই বলেও দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।