বাংলাদেশের বিমানবন্দরে তল্লাশিতে দেশটির একজন উপদেষ্টার ব্যাগে ম্যাগজিন পাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বৈধভাবে অস্ত্র নিয়েছেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এ বিষয়ে বুধবার এক অনুষ্ঠানে ঢাকার সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান।
জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, আইনি প্রক্রিয়া মেনেই আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।
বৈধ অস্ত্র থাকলেও ম্যাগজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশের নিয়ম নেই।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আসিফ মাহমুদ বিমানবন্দরে ‘ভুলবশত’ ম্যাগজিন নিয়ে গিয়েছিলেন।
এদিকে ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
আইনশৃঙ্খলার এই অবনতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতি, ধর্ষণের মতো ঘটনায় অভিযুক্তরা পার পাবেন না।
এ ধরণের ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে আছে বলেও দাবি করেছেন তিনি।