PSG vs Inter Miami: ক্লাব বিশ্বকাপ থেকে মেসিদের বিদায়

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি।

পিএসজির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিয়ামি।

ফলে সমর্থকরা জমজমাট লড়াইয়ের আশা করলেও শেষ পর্যন্ত তা রুপ নেয় একপেশে ম্যাচে।

ম্যাচের প্রথমার্ধেই চারটি গোল করে ইউরোপীয় চ্যাম্পিয়নরা সহজেই ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।

ফলাফল: পিএসজি ৪-০ ইন্টার মিয়ামি

আর আটলান্টায় রাউন্ড অফ ১৬-এ লিওনেল মেসিকে প্রাক্তন ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের কাছে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

পিএসজির হয়ে জোয়াও নেভেস ২টি ও আশরাফ হাকিমি ১টি গোল করেন। বাকিটি টমাস অ্যাভিলসের আত্মঘাতি গোল।