মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
কুয়ালালামপুর জানিয়েছে, এই গোষ্ঠীটি বাংলাদেশের বৈধ সরকারকে উৎখাতের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেছেন, “এই দলটি মৌলবাদী বিশ্বাস প্রচার, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ এবং শেষ পর্যন্ত তাদের নিজের দেশে বৈধ সরকারকে উৎখাত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।”
বাংলাদেশে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।
অভিযুক্তরা ঠিক কোন সরকারকে উৎখাত করার জন্য সংগঠিত হচ্ছিলেন, তা স্পষ্ট করেননি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানিয়েছেন, গত ২৪শে এপ্রিল থেকে পরিচালিত অভিযানে অভিযুক্তদের আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
এছাড়া ১৫ জনকে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি ১৬ জনের জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন দাতুক সেরি সাইফুদ্দিন।