একসময় দূষণে জর্জরিত সুইজারল্যান্ডের বাসেলের রাইন নদী এখন গ্রীষ্মকালীন সাঁতারুদের স্বর্গ। ১৯৮৬ সালে একটি রাসায়নিক দুর্ঘটনার পর নদীর পানিতে বিষাক্ততা ছড়িয়ে পড়ে, যা সাঁতারুদের বিপজ্জনক করে তোলে। কিন্তু দীর্ঘ সময় ধরে নেওয়া পরিবেশগত উদ্যোগ ও জনসচেতনতায় রাইন আবার ফিরেছে তার স্বাভাবিক স্বচ্ছতায়।
গ্রীষ্ম এলেই শহরের মানুষ ও পর্যটকরা রাইনের স্বচ্ছ জলে ভেসে চলেন। এ অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে উইকেলফিশ নামের এক ধরনের পানিরোধী ব্যাগ, যার মাধ্যমে সাঁতারুরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে পারেন। এই ব্যাগের উদ্ভাবক টিলো আহমেলস এবং উদ্যোক্তা মনিকা ম্যালোনির উদ্যোগে এটি আজ একটি জনপ্রিয় পণ্য।
প্রতিবছর প্রায় ৩০ থেকে ৫০ হাজার উইকেলফিশ বিক্রি হয় শুধু বাসেল এলাকাতেই। শহরের সংস্কৃতিতে পরিণত হওয়া এই ভাসমান অভিজ্ঞতা এখন বাসেলকে পরিচিত করছে পরিবেশবান্ধব ও উদ্ভাবনী শহর হিসেবে।