বাংলাদেশে করোনা ভাইরাসে আরও ১ জন মারা গেছেন, এ নিয়ে দেশটিতে এ বছর কোভিডে ২০ জনের মৃত্যু হল।
চলতি মৌসুমে সংক্রমণ বাড়ায় করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এর আগে গত সোমবার দেশটিতে কোভিডে ৩ জন মারা গিয়েছিলেন।
বাংলাদেশে কোভিড আক্রান্ত হয়ে ২০২০ সালে ৭৫৫৯ জন, ২০২১ সালে ২০৫১৩ জন, ২০২২ সালে ১৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন ও ২০২৪ সালে ২২ জন মারা যান।