কি কথা সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার? জানতে চায় বিএনপি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানোর দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এই বৈঠক কি আলোচনা হয়েছে, তা সম্পর্কে এখনো কোন পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

বৈঠকের একদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা উচিত।

শুক্রবার বিকেলে গুলশানে নিজের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বিএনপির শীর্ষ এই নেতা আবারও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবির বিরোধিতা করেছেন।

“দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই”, বলেন সালাহউদ্দিন।

তার দাবি, জামায়াতে ইসলামী স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই চায় জাতীয় নির্বাচন আগে হোক।