সাবেক সিইসি নুরুল হুদা আরও ৪ দিনের রিমান্ডে

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আরও ৪ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপির করা মামলায় এর আগে ৪ দিনের রিমান্ডে ছিলেন হুদা।

শুক্রবার ঢাকার মহানগর আদালতে তাকে নতুন করে রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।

শুনানি শেষে বিচারক সাবেক সিইসিকে ৪ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

বাংলাদেশের সবশেষ তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।

এই তিন নির্বাচন জিতে সরকার গঠন করা আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলো এগুলোকে ‘প্রহসন’ বলে সমালোচনা করে আসছেন।

যদিও সেই সময় বিরোধীদের বর্জনের মধ্যে নির্বাচন আয়োজনের পিছনে কমিশন ও ক্ষমতাসীনরা ‘সাংবিধানিক বাধ্যবাধকতা’ হিসেবে দেখিয়েছেন।

সম্প্রতি এই তিন নির্বাচনের দায়িত্বশীলদের বিরুদ্ধে বিএনপি মামলা করার পর নুরুল হুদার মত আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালও রিমান্ডে আছেন।

সাবেক সিইসিদের এভাবে বিচারের আওতায় আসাকে বাংলাদেশে ‘নজিরবিহীন’ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।