ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের নতুন বিতর্ক মামলা পর্যন্ত গড়িয়েছে।
আধুনিক ভারতের ইতিহাসের প্রভাবশালী নেতা ইন্দিরা গান্ধী যেসব কারণে সমালোচিত ছিলেন, তার একটি হলো জরুরি অবস্থা জারি করে ক্ষমতায় থাকা।
পুরনো এই ইস্যু নিয়েই নতুন করে বিতর্কের সূত্রপাত।
১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত দীর্ঘ ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলছিল।
জরুরি অবস্থা ঘোষণার দিনটির বর্ষপূর্তিতে প্রতিবছরই বিজেপি ইন্দিরার সমালোচনায় নামে।
এ বছর বিজেপি এআই দিয়ে বানানো ৩৭ সেকেন্ডের একটি ভিডিও এক্স এ শেয়ার করেছে। যেখানে ইন্দিরা গান্ধীকে অ্যাডলফ হিটলারের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে।
১২ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, ইন্দিরা গান্ধী একটি মঞ্চে শাড়ি পরা অবস্থায় আছেন, যার ছায়া হিটলারের ছায়ায় রূপান্তরিত হওয়ার সাথে সাথে পটভূমি গাঢ় লাল হয়ে যায়।
এসব ভিডিওর পক্ষ-বিপক্ষ নিয়ে সরব হয়েছেন বিজেপি ও কংগ্রেসের নেতাকর্মীরা।
কর্ণাটকের কংগ্রেস নেতা এস মনোহর বিজেপির বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন।
তার অভিযোগ, বিজেপির পোস্টটি কেবল ইন্দিরা গান্ধীর প্রতি অসম্মানজনক নয় বরং বিভিন্ন ধর্মীয় গুরু ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উস্কে দেওয়ার জন্য বানানো হয়েছে।