প্রহসনের নির্বাচন করার অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাজী হাবিবুল আউয়ালকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
অন্যদিকে আসামীপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন গ্রহণ না করে ৩ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
গত বুধবার ঢাকার মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতারের তথ্য দেয় গোয়েন্দা পুলিশ।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন হাবিবুল আউয়াল। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে।
বিএনপির অভিযোগ, সে সময় কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে পাতানো নির্বাচন আয়োজন করেছিল। যদিও আউয়াল কমিশন বরাবরই নির্বাচন আয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে এসেছে।