বাংলাদেশে কোটা আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল’ বলে জানিয়েছেন মামলার সরকারি আইন কর্মকর্তা।
গেল বছরের জুলাইয়ে আন্দোলনের শুরুতে রংপুরে আবু সাঈদের মৃত্যু আওয়ামী লীগ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল।
এই ঘটনার ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে আন্দোলন দ্রুত তীব্র আকার ধারণ করে, এক পর্যায় ৫ আগস্ট বাংলাদেশে সরকারের পতন হয়।
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।
এতে ৩০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে এবং তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেয়া হবে বলে জানান তিনি।
এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোটা আন্দোলন সংক্রান্ত প্রথম মামলা, গত ২ মার্চ মামলাটি করা হয়।