সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

ex cec awal

বাংলাদেশের সবশেষ তিনটি নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলা হওয়ার পর দেশটির সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকার মগবাজার থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

এর আগে দেশটির আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর রিমাণ্ডে পেয়েছে পুলিশ।

হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহন করে।

বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে, যে দলগুলো মূলত সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত।

নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে ভোটের লড়াইয়ে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলেও ৭ মাসের মাথায় ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারায়।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত ৩ নির্বাচন নিয়ে পুরনো বিতর্ক আবার সামনে আসে।

এর মধ্যে গত রবিবার বিএনপি ঢাকার শেরেবাংলা নগর থানায় বিতর্কিত তিনটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে মামলা করে।

সেই মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম দাবি করেছেন, বার বার অবস্থান পরিবর্তন করে আসা হাবিবুল আউয়ালকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।