বাংলাদেশের সর্বশেষ তিনটি জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেছে বিএনপি।
এই তিনটি নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক বিতর্ক রয়েছে।
রোববার সকালে এ বিষয়ে দলীয় মহাসচিবের চিঠি নিয়ে ঢাকায় নির্বাচন কমিশনের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেয়া চিঠিতে দলটি ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরেছে।
এর মধ্যে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও বাকি দুটি নির্বাচন বর্জন করে বিএনপি।
দুটি রাজনৈতিক বলয়ে বিভক্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে বিএনপি ও সমমনা দলগুলো প্রায় ২ দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে।
তাদের ব্যাপক বিরোধিতার মধ্যেই শেষ ৩ নির্বাচনে জিতে সংসদে যান আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর প্রতিনিধিরা।
বিরোধীরা নির্বাচনে অনিয়মের নানা অভিযোগ তুলে আসলেও তা অস্বীকার করে এসেছে সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর এসব নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করা হচ্ছে; মূলত আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক বলয় থেকে এই দাবি আসছে।
নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পর বিএনপির সদস্য সালাহ উদ্দিন খান আশা করছেন, কমিশনের সাবেক যেসব সদস্য বিগত তিন নির্বাচনে সম্পৃক্ত ছিলেন, তাদের বিষয়ে তদন্ত করে বর্তমান কমিশন ব্যবস্থা নিবে।
এদিকে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের বিরুদ্ধে ঢাকায় মামলাও করেছে বিএনপি।