যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কেন্দ্র ‘নিশ্চিহ্ন’: ট্রাম্প

ইরানের প্রধান পরমাণু কেন্দ্র পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটিতে প্রয়োজনে আরও বড় আকারের হামলা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

মার্কিন বিমান বাহিনী রোববার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে।

পরমাণু স্থাপনা আক্রান্ত হওয়ার তথ্য দিলেও সেখানে কি ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায় নি ইরান।

তবে ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহানের পরমাণু কেন্দ্রের হামলাকে ‘অত্যন্ত সফল’ দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট।

ইরান-ইসরায়েল যুদ্ধে ওয়াশিংটনের জড়িয়ে পড়া নিয়ে মার্কিন রাজনীতিতে ব্যাপক সমালোচনা করছে।

ট্রাম্পের অনুসারীরা প্রশংসা করলেও বিরোধীরা এর ‘বিপজ্জনক’ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন।

পক্ষে-বিপক্ষে সমালোচনার মধ্যেই ইরানে হামলার কয়েক ঘণ্টা পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প।

সেখানে তিনি দাবি করেন, ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর ফলে এখন ‘শান্তি’ প্রতিষ্ঠা হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান শান্ত না হলে ভবিষ্যতে আরও বড় ধরণের হামলা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরান বলে আসছিল যে, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়ালে এর পরিণতি হবে ভয়াবহ।

রোববারের হামলার পর ইরানের বিপ্লবী বাহিনী মধ্যপ্রাচ্যের প্রতিটি আমেরিকানকে লক্ষ্য করে জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীও ওয়াশিংটনকে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে।