ঈদ আনন্দের একটি অনুষঙ্গ হচ্ছে নতুন টাকার নোট উপহার হিসেবে দেয়া। বাংলাদেশে বহু বছর ধরে এই সংস্কৃতি চলছে।
বিশেষ করে, ঈদের দিন বড়রা ছোটদের হাতে সালামি হিসেবে তুলে দেন চকচকে নতুন টাকার নোট।
তাই ঈদের আগে বেড়ে যায় নতুন নোটের চাহিদা। ব্যাংক থেকে শুরু ফুটপাতের দোকান- মানুষ খুঁজতে থাকে নতুন টাকার বান্ডিল।
গত ঈদুল ফিতরে অবশ্য নতুন টাকার দেখা মেলেনি। ব্যাংকগুলোকে বাজারে নতুন নোট না ছাড়তে নির্দেশ দেয়া হয়েছিল।
তবে ঈদুল আজহায় পাওয়া যাবে নতুন টাকা। এ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।
কারণ, এবার নতুন টাকার ছবিতে পরিবর্তন আনা হয়েছে। সব ধরণের নোট থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
নতুন নকশার নোটের ছবিতে কি থাকছে- তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ফেইসবুকে ঘুরে বেড়াচ্ছে নতুন নোটের ছবি।
ঈদে নতুন টাকার নোট
ঈদকে সামনে রেখে বাজারে ৩ ধরণের নতুন টাকার নোট ছাড়া হচ্ছে। ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট দিয়ে এবার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
অন্যান্য টাকার নোট পাওয়া যাবে ঈদের পরে। অর্থাৎ প্রিয়জনকে নতুন নোট উপহার দিতে চাইলে এবার বেছে নিতে হবে ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট।
সেজন্য এই ৩ ধরণের ২০০ কোটি টাকার নতুন নোট বাজারে মিলবে।
নতুন টাকার নোট কখন, কোথায় পাবো?
সোমবার থেকেই গ্রাহকরা নতুন টাকার নোট সংগ্রহ করতে পারবেন। তবে সব জায়গায় এই নোট পাওয়া যাবে না।
নির্দিষ্ট কিছু জায়গায় মিলবে নতুন টাকার নোট।
বাংলাদেশ ব্যাংক বলছে, ১১টি ব্যাংকের মাধ্যমে নতুন টাকার নোট বিতরণ করা হবে।
গ্রাহকরা সোমবার থেকে সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও পূবালী ব্যাংকে নতুন টাকার নোট পাবেন।
এছাড়া বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল, ব্র্যাক ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন টাকার নোট মিলবে।
গুলিস্তানসহ যেসব জায়গায় ব্যবসায়ীরা নতুন টাকার নোট বিক্রি করেন, সেসব জায়গায়ও নতুন টাকার নোট পাওয়া যাবে।