Bd vs Pak: হারিসের শতরানে টাইগারদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেট দল

আমিরাতে লজ্জার হারের পর পাকিস্তানে হোয়াইটওয়াশের বিষাদ নিয়ে মাঠ ছেড়েছে টিম টাইগার। লিটন দাসের দল টি-২০ সিরিক হেরেছে ৩-০ ব্যবধানে।

সিরিজের শেষ টি-২০ তে বাংলাদেশ দলের শুরুটা ভাল হলেও মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে পাকিস্তান।

১৯৭ সালের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

৪৬ বলে ১০৭ রান করে ম্যাচ পাকিস্তানের মুঠোয় নিয়ে যান উইকেটকিপার ব্যাটার হারিস।

মেহেদী মিরাজের ২ উইকেট নেয়া ছাড়া টাইগার বোলারদের কেউই সুবিধা করতে পারেন নি।

লাহোরে টস জিতে টাইগারদের শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। বেশ কিছুদিন ধরে ধুঁকতে থাকা ব্যাটিং লাইনআপ রোববার পেয়ে যায় উড়ন্ত সূচনা।

ওপেনার পারভেজ হাসান ইমন করেন ৩৪ বলে ৬৬ রান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান থামেন ৩২ বলে ৪২ রান করে।

এই ব্যাটারের ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে বাংলাদেশ। অন্য কোন ব্যাটসম্যান সেভাবে রানের গতি বাড়াতে পারেনি।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি ও হাসান আলী।