জিলহজ্জ মাস আরবী বছরের গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেই মুসলমানরা পবিত্র হজ্জ পালন করে। ঈদুল আজহায় শামিল হন ইসলাম ধর্মের কোটি কোটি অনুসারি।
ফজিলতপূর্ণ এই মাসে রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ আমল। আজকে বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য থাকছে- জিলহজ্জ মাসের বিশেষ ১০টি আমল নিয়ে আলোচনা।
ইসলামী জ্ঞান শাস্ত্রের একজন শিক্ষক, হাফেজ মাওলানা মুফতী রফিকুল্লাহ জানাচ্ছেন, কুরবানির ঈদের আগে-পরের এই সময়ে কি করা যাবে, কি করা যাবে না।
কোন আমল বেশি করে করবেন, কোন ধরণের বিষয় পরিত্যাগ করতে হবে; ঈদের আগে নখ, চুল কাটা যাবে কিনা- এ ধরণের গুরুত্বপূর্ণ বিষয়ের জবাব থাকছে আজকেন আলোচনায়।
ফেইসবুকে দেখুন: