সরাসরি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে ব্রুনাই। সরকারিভাবে এই নিয়োগ দেয়া হবে।
২৫ মে রোববার ব্রুনাইয়ে শ্রমিক নিয়োগের জন্য ঢাকায় পরীক্ষা নেয়া হবে।
যারা চাকরি পাবেন তারা দিনে ১ হাজার ৭৬০ টাকা বেতন পাবেন। দিনে কাজ করতে হবে ৮ ঘণ্টা।
ব্রুনাই যাওয়ার বিমান খরচ কোম্পানি বহন করবে। চিকিৎসার খরচ, ছুটি, বীমা ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা পাবেন।
কোম্পানি শ্রমিকদের থাকার ব্যবস্থা করবে। তবে খাবারের খরচ নিজেকেই বহন করতে হবে।
পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ দিবে ব্রুনাইয়ের ইনতামাস করপোরেশন।
কোম্পানিটি ইট তৈরি ও নির্মাণ কাজের জন্য শ্রমিক খুঁজছে।
এসব কাজে অভিজ্ঞতা আছে, এমন শ্রমিকরা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ব্যবহারিক পরীক্ষার জন্য বোয়েলসের ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা।
যাদের বয়স ২২ থেকে ৫০ বছরের মধ্যে তারাই কেবল নিয়োগ পরীক্ষা দিতে পারবেন।
বোয়েলস জানিয়েছে, ২৫ মে রোববার সকাল ৯টায় নিয়োগ পরীক্ষা হবে।
ঢাকার মিরপুর ১২ নম্বরের মটসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের সময় চাকরির ধরণ অনুযায়ী ৫০০ থেকে ১ হাজার টাকা ফি দিতে হবে।
চাকরি হলে শ্রমিকরা ২ বছরের জন্য নিয়োগ পাবেন, পরে চাকরির মেয়াদ বাড়ানো হবে বলে বোয়েলস জানিয়েছে।
ব্যবহারিক পরীক্ষার সময় কোম্পানির প্রতিনিধি উপস্থিত থেকে শ্রমিকদের বাছাই করবেন।
পরীক্ষার সময় ইংরেজিতে নিজের সিভি, অভিজ্ঞতার সনদ ও পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
ইংরেজী ও মালয় ভাষা জানা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
মহামারী ও যুদ্ধের কারণে সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশ থেকে ফেরত আসা শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।
নিয়োগ পাওয়ার পর ব্রুনাইয়ের ভিসা পাওয়া শ্রমিকদের সরকারি কাগজপত্র তৈরিসহ অন্যান্য খরচের জন্য প্রায় ৪৫ হাজার টাকা প্রদান করতে হবে।