বাংলাদেশে অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
নুসরাত ফারিয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রে তাকে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার ভূমিকায় দেখা যায়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সঙ্গে সম্পর্ক থাকা অনেকেই হত্যা মামলার আসামি হয়েছেন। এ তালিকায় বেশ কয়েকজন তারকার নামও আছে।
এর মধ্যে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার বিদেশ যাওয়ার আগে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ধরণের মামলায় তাকে গ্রেপ্তার করার বিষয়ে সোমবার সচিবালয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে পাল্টা প্রশ্ন তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তার বিরুদ্ধে কেইস থাকলে আপনি কি করবেন? ছেড়ে দিলে তো আপনারাই আবার প্রশ্ন তুলবেন।”
নুসরাত ফারিয়ার বিষয়ে তদন্ত চলমান আছে জানিয়ে তিনি বলেছেন, নিরপরাধ কেউ যেন হয়রানির স্বীকার না হন সে বিষয়ে বারবার নির্দেশনা দেয়া হচ্ছে।