বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম দেশটিতে নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মী, সমর্থকদের সতর্ক করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মূলত আওয়ামী লীগের নামে কোন তৎপরতা চালানো হলেই যে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে সতর্ক করে দিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের কার্যক্রম চালালে কি হতে পারে?
বাংলাদেশের অন্যতম প্রাচীণ রাজনৈতিক দল আওয়ামী লীগ। প্রধানত দুটি রাজনৈতিক ধারায় বিভক্ত দেশটির একটি পক্ষের নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগ।
তবে ক্ষমতার পটপরিবর্তন হওয়ার পর দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।
তবে এমন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ধরণের তৎপরতা চালাতে পারে, এমন আলোচনা রয়েছে।
ক্ষমতা হারানোর পর নানা চাপের মুখেও দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে কিছু মিছিল করে আসছেন।
এ অবস্থায় পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ার করে বলা হয়েছে, আওয়ামী লীগ কোন ধরণের তৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের বক্তব্য শুনুন ভিডিওতে-