নীরবে সম্পর্ক ভেঙে যাচ্ছে? ৫ ইঙ্গিতে সতর্ক হোন

relation silent divorce sign

আধুনিক দাম্পত্য সম্পর্ক আগের তুলনায় বদলে গেছে। স্বামী-স্ত্রী আগের তুলনায় এখন বেশি তাদের সম্পর্ক উদযাপন করছে। আবার নীরবে ভেঙে যাচ্ছে অনেক সম্পর্ক।

ঝগড়া নেই, লোক জানাজানি নেই, বিচার-সালিশ বসছে না- কিন্তু হুট করে দেখা যাচ্ছে আলাদা থাকছেন ২ জন।

বৈবাহিকভাবে ২ জন হয়তো এক থাকেন, কিন্তু নিজের অজান্তেই মানসিক-শারীরিকভাবে তারা দূরে সরে যান।

এই যে সম্পর্ক ভেঙে যাচ্ছে- এই প্রক্রিয়ার শুরু হয় অনেক আগে থেকেই। কিভাবে বুঝবেন তা?

কিছু ইঙ্গিতে বুঝে নিবেন ২ জনের মধ্যে দূরত্ব বাড়ছে। আলাদা ২ জন মানুষ এক ছাদের নীচে থাকা শুরুর পর থেকেই সম্পর্কের যত্ন নিন। এসব ইঙ্গিতের দেখা পেলে সম্পর্ককে আরও গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন।

নীচে কিছু ইঙ্গিত রইলো, যা দেখে বুঝবেন সম্পর্ক ভেঙে যাওয়ার দিকে এগুচ্ছে।

১. যোগাযোগের অভাব: সব ভাল সম্পর্কের প্রাণই হচ্ছে যোগাযোগ, পরস্পরের মধ্যে কথাবার্তা চালানো। যোগাযোগ কমতে থাকলে সম্পর্কও মরে যেতে থাকে। যদি নিজেদের স্বপ্ন, ভবিষ্যত, ইমোশন ইত্যাদি নিয়ে আলাপচারিতা কমে যেতে তাকে- তাহলে বুঝবেন আপনারা সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন। কথাবার্তা যদি শুধু গৃহস্থালী বিষয়ে থেমে যায়- তাহলে সতর্ক হোন।

২. ঝগড়া না হওয়া: ২ জন একসাথে থাকলে মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক। যদি ঝগড়া থেমে যায়, তাহলে বুঝবেন নীরবে আপনারা দূরে সরে যাচ্ছেন। অর্থাৎ, একজন আরেকজনের প্রতি যখন চাওয়া-পাওয়া না থাকে তখন সেখানে আর ঝগড়া প্রশ্ন থাকে না।

৩. শারীরিক-মানসিক দূরত্ব: অনেক একসঙ্গে থাকলেও তারা মানসিকভাবে আর কাছাকাছি থাকেন না। আবার অনেকে শাররিকভাবেও আলাদা হয়ে যান। এভাবে চলতে থাকলে বুঝবেন- আপনার সম্পর্ক জীবনসঙ্গীর থেকে কেবল রুমমেটের সম্পর্কের দিকে এগিয়েছে।

৪. স্বপ্ন বা লক্ষহীন সম্পর্ক: একটি সম্পর্কে ২ জনের একসাথে কিছু স্বপ্ন বা লক্ষ্য থাকে। তারা সে স্বপ্ন তাড়া করে সামনে এগুতে থাকেন। কেউ সন্তান নিয়ে পরিকল্পনা করেন। কেউ সম্পদ নিয়ে ভাবেন। কেউ সামনের ছুটিতে ভাল একটা ট্যুর একসাথে করার জন্য স্বপ্ন দেখেন।

কিন্তু একজনের সঙ্গে আরেকজনের এই স্বপ্ন ভাগাভাগি থেমে গেলে বুঝবেন সম্পর্ক মরে যাচ্ছে। এই মুহুর্তে দাঁড়িয়েই আসলে আপনারা আলাদা জীবনে প্রবেশ করে ফেলেছেন।

৫. উদাসীনতা: একজন আরেকজনের সম্পর্কে উদাসীনতা সম্পর্ক মরে যাওয়ার আরেকটি। সঙ্গরি জীবনে কি ঘটছে, তার কার্যক্রম, ইমোশন- ইত্যাদি সম্পর্কে উদাসীনতার অর্থ হন তার ভালমন্দ আর আপনাকে ছুঁয়ে যাচ্ছে না।

এই ৫টি ইঙ্গিতের কোন একটি সামনে চলে এলে এখনই সতর্ক হোন। সম্পর্কের যত্ন নিন। তাহলে স্বাদের সম্পর্ক বিচ্ছেদে রুপ নিবে না।

নিজেদের জন্য হাতে কিছু সময় রাখুন। একত্রে কিছু সময় কাটান। নিজেদের স্বপ্নগুলোকে ভাবুন। আবার সম্পর্ক তার মত করে ধরা দিবে।