হামাসকে ‘কুত্তার বাচ্চা’ বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস

হামাস ইসরায়েল গাজা

গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে থাকা সংগঠন হামাসের সদস্যদের ‘কুত্তার বাচ্চা’ বলে সম্বোধন করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গাজায় ইসরাইলের চলমান বর্বর গণহত্যার প্রসঙ্গে এ ধরণের তীর্যক মন্তব্য করলেন আব্বাস।

বিস্ফোরক বক্তব্যে মাহমুদ আব্বাস হামাসের তীব্র সমালোচনা করে বলেন, হামাস ইসরাইলকে গাজায় সন্ত্রাস চালানোর সুযোগ করে দিচ্ছে।

তিনি হামাসকে দ্রুত ইসরাইলের যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা গাজায় হামলা বন্ধ করতে পারে বলে মনে করেন তিনি।

হামাসকে অস্ত্র ছেড়ে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালানোর পরামর্শও দিয়েছেন মাহমুদ আব্বাস।

এদিকে মাহমুদ আব্বাসের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস।

গাজায় ইসরাইলের হামলায় ইতোমধ্যে অর্ধ লক্ষাধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ।

লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজার বিস্তীর্ণ এলাকা বিরান ভূমিতে পরিণত হয়েছে। শরণার্থী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি।