অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়ে গেছে- দুই তারকার সংসার ভাঙার এমন আলোচনা চলছে বহু বছর ধরে। সম্প্রতি স্বামীর সঙ্গে ঐশ্বর্যকে দেখাও যায় না তেমন।
তবে ১৮তম বিয়ে বার্ষিকীতে সব গুঞ্জন উড়িয়ে দিলেন সাবেক বিশ্ব সুন্দরী। স্বামীর সঙ্গে ম্যাচিং ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। সঙ্গে তাদের একমাত্র মেয়ে।
বচ্চন পরিবারের এমন ছবি দেখে ভক্তরা মহাখুশি। লাখ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনকে আবার একসাথে দেখতে পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে জীবনের জুটি বাধেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। ১৮ বছর পূর্তিতে বচ্চন বধুকে ইনস্টাগ্রামে সাদা হার্ট ইমোজিতে হাসোজ্জ্বল পারিবারিক ছবি শেয়ার করতে দেখা গেল।
ঐশ্বরিয়ার সেলফিতে দেখা যায়, মেয়ে ও স্ত্রীকে ধরে রেখেছেন অভিষেক; ভালোবাসায়!