অপরাধ বিষয়ক প্রতিবেদক
ঢাকায় মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রোববার গোয়েন্দা পুলিশের সদস্যরা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরণের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর মধ্যেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন সময় সরকার বিরোধী মিছিল করে আসছে।
গেল ২১ অক্টোবর ঢাকা জুড়ে মিছিল করার পর ঐদিনই দলটির ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দেয় ডিএমপি।
