ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা শাহিনুর রহমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার নিহত অবস্থায় উদ্ধার করা ৩ শ্রমিকের বাড়িই লালমনিরহাটের পাটগ্রামে, তারা নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, ৯৯৯ নম্বরে পুলিশ বসুন্ধরা আবাসিকের ই ব্লকের নির্মাণাধীন বাড়িটির পানির ট্যাংকে ৪ জন প্রবেশের পর আর বের হননি বলে জানতে পারে।
“সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।”
এই পুলিশ কর্মকর্তা বলছেন, পানির ট্যাংকে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
