ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলার সময় পুলিশের গুলিতে ২ জন আহত হয়েছেন।
রাহুল ও মনির নামের এই ২ যুবককে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
আহত ২ যুবক হামলায় অংশ নিয়েছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
তারা গণঅধিকার পরিষদের কর্মী কিনা, তা জানতে চাইলে দলটির দপ্তর সম্পাদক আবু হানিফ মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, এক যুবকের ডান হাতে ও অপর যুবকের বাম হাতে গুলি লেগেছে।
“জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।”
সন্ধ্যায় একদল যুবক জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
হামলাকারীরা গণঅধিকার পরিষদের নেতাকর্মী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তেও দেখা যায়।
