ঢাকায় রাতে ২ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ২ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ করেছেন তাদের স্বজনরা।

তাদের অভিযোগ, ঢাকার মিরপুরের শাহ আলী এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে জাকির ও আনোয়ার নামের ২ ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন।

জাকিরের খালাতো ভাই পরিচয়ে মাহবুব হোসেন নামের ঢাকার একজন বাসিন্দা জানিয়েছেন, অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে।

মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকিও দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা নিতে শাহ আলী থানায় যাওয়ার পরিকল্পনা জানিয়েছেন মাহবুব।

অপহরণের অভিযোগ স্বাধীন ভাবে যাচাই করার পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনীর বক্তব্যও জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।