Live: ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে যা চলছে

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আওয়ামী লীগ সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

১৫ আগস্ট ঘিরে আগে থেকেই এই এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। তাদের নানা ধরণের স্লোগান দিতে দেখা যায়।

এর মধ্যে একদল ব্যক্তিকে আওয়ামী লীগ সন্দেহে পথচারীদের তল্লাশি করতে দেখা যায়। তারা ৪ জনকে ধরে আওয়ামী লীগ সন্দেহে পুলিশের কাছে তুলে দেয়।

অন্যদিকে কয়েকজন তরুণকে সাউন্ড বক্স নিয়ে ৩২ নম্বর সড়কে আসতে দেখা যায়। তারা জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করার পরিকল্পনা জানিয়েছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদেরও কড়া নজরদারি চালাতে দেখা যাচ্ছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

দিনটি শোক দিবসে হিসেবে পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঢাকায় ক্ষমতায় পরিবর্তন আসার পর গেল বছরও ১৫ আগস্ট পালন করতে গিয়ে ব্যাপক নিপীড়নের শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।