যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত্যুর বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
নিহতদের মধ্যে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেয়া ২৭ জন শিশুও রয়েছে।
বন্যায় মারা যাওয়াদের বেশিরভাগই কার কাউন্টির বাসিন্দা, এই এলাকায় মারা গেছেন অন্তত ৭৫ জন।
যুক্তরাষ্ট্রের ২০টির বেশি সংস্থা বন্যা পরিস্থিতিতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, কোস্ট গার্ডের এক সাঁতারু উদ্ধার অভিযানে নেমে এখন পর্যন্ত ১৬৫ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন।
টেক্সাসের আবহাওয়া অফিস জানিয়েছে, দুই-একদিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে।
বৃষ্টিপাত কমলেও টেক্সাসে কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।