৯৭০ কেজি ওজনের অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ প্রথমবারের মতো প্রকাশ্যে আনলো তুরস্ক। যা দেশটির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা। সম্প্রতি ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা ২০২৫-এ এই বোমাটির আনুষ্ঠানিক প্রদর্শন করা হয়। এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।
তুরস্কের এক সরকারি কর্মকর্তা জানান, গাজাপ বোমাটি প্রতি মিটার এলাকায় ১০.১৬টি শার্পনেল বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে প্রচলিত বোমাগুলো সাধারণত তিন মিটার পরপর একটি বিস্ফোরণ ঘটায়। ফলে এর ধ্বংসক্ষমতা অনেক বেশি। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য।
এই বিধ্বংসী বোমা ছাড়াও মেলায় আরও একটি ভয়ঙ্কর বোমার প্রদর্শন করা হয়। যেমন- ‘নেব-২ ঘোস্ট’। এটিও ৯৭০ কেজি ওজনের এবং একে বর্তমানে বিশ্বের সেরা বাঙ্কার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি-৩৫ গ্রেডের কংক্রিটে ২.৪ মিটার পর্যন্ত ঢুকতে পারে। অথচ নেব-২ ঘোস্ট প্রবেশ করতে পারে ৭ মিটার গভীরতায়, তাও সি-৫০ গ্রেডের শক্তিশালী কংক্রিটে- যেটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাঠামোর চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী।
এই বোমা সাধারণত ২৫ মিলিসেকেন্ডে বিস্ফোরণ ঘটে, সেখানে নেব-২-তে সময় বাড়িয়ে ২৪০ মিলিসেকেন্ড করা হয়েছে, যাতে বোমাটি আরও গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অত্যাধুনিক অস্ত্র দুটি বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে।