লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের একটি ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
হামলার পর ভবনটি থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি বেরিয়ে আসতে দেখা গেছে।
ভবনটি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার হিসেবে ব্যবহার করছে- এমন অভিযোগ করে বাসিন্দাদের সরিয়ে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এর ১ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো।
এর মধ্য দিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়লো। হামলার জবাবে হিজবুল্লাহ কি প্রতিক্রিয়া দেখায়, সেটিই এখন দেখার বিষয়।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে লেবাননের রাষ্ট্রপতি ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে আহ্বান জানিয়েছেন।
গত বছর নিজেদের মধ্যে তুমুল হামলা- প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত ৫ মাস আগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্ততায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এর মধ্যে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়েছে ইসরায়েল। তবে গত মাসের মধ্যে এটিই ইসরায়েলের প্রথম হামলা।
এখনো পর্যন্ত হামলার ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।