হামজার দৃষ্টিনন্দন গোল, তবে টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ লেস্টার সিটির

ইংলিশ কারাবাও কাপের গতকাল (বুধবার) রাতে বাংলাদশি তারকা হামজা চৌধুরীর গোল যে দেখেনি সে হয়তো আরেকদফা সেই গোলটি দেখে নেবেন। তবে, দৃষ্টিনন্দন এক গোলে তিনি দলকে লিডও এনে দিলেও শেষে টাইব্রেকারে হেরেছে তার দল।

ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে গতকাল (বুধবার) রাতে আকু স্টেডিয়ামে মুখোমুখি হয় ডার্সফিল্ড টাউন ও লেস্টার সিটি। ডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুই দফায় লিড নিয়েও নির্ধারিত সময়ে সমতা নিয়ে ফেরে লেস্টার। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে হামজার দল কারাবাও কাপ থেকে ছিটকে গেছে।

খেলায় বলের পজিশন থেকে শুরু করে প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল লেস্টার। তবে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত। হামজা বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো চোখধাঁধানো গোলে লেস্টারকে প্রথম দফায় এগিয়ে দেন। প্রতিপক্ষ হাডার্সফিল্ড ফুটবলার বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হামজা ফাউল করে বসেন। এতে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে হাডার্সফিল্ড। ড্যানিয়েল ভোস্টের করা গোলের ৩ মিনিট পরই হ্যারি উইংসের গোলে আবারও লিড নেয় লেস্টার। তবে সেটিও বেশিক্ষণ টিকল না। মিনিট আটেক বাদেই হাডার্সফিল্ডের হয়ে গোল শোধ করেন ক্যামেরন আশিয়া।

নির্ধারিত সময়ে খেলা ২-২ সমতায় থাকায় ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোল ব্যবধানে হারে হামজা চৌধুরীর লেস্টার সিটি।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ে ম্যাচে আগামী শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রেস্টনের মুখোমুখি হবে লেস্টার সিটি।