পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটি এই ঘোষণা দেয়। এসময় তারা জানায়, এক সপ্তাহের মধ্যে সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ করবেন তারা। এরপর জাতীয়ভাবে প্রকৌশলী সমাবেশ করার ঘোষণাও দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে রাজধানীর মৎস্যভবন মোড় অবরোধ করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থীরা। পরে, ডিএমপি হেডকোয়ার্টারের দিকে যেতে চাইলে তাদেরকে বাধা দেয় পুলিশ। এসময় তারা আগামী ১২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
তিন দফা দাবি ও গতকালের বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদে আজ সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। (ফুটেজ)
