সাকিবের ঝড়ো ফিফটি

ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রীতিমতো ঝড় তুলেছেন তিনি। সিপিএলে মাত্র ২০ বলে করেছেন ফিফটি। তার ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্স।

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন সাকিব।

ব্যাট করতে নেমে ফেলকন্সদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার আমির জাঙ্গু এবং জুয়েল এন্ডু। ২৫ রান করে জুয়েল সাজঘরে ফিরলে ভাঙে ৫১ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন কারিম ঘোর।

মাত্র ২০ বলে ব্যক্তিগত ফিফটি ছুঁয়েছেন সাকিব। ৫ চার ও ৪ ছক্কায় এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। সবমিলিয়ে ২৬ বলে ৬১ রান এসেছে তার ব্যাট থেকে।