জীবনে উন্নতির সবচেয়ে ভাল উপায় হল ব্যবসা। সে কারণে চাকরির পিছনে না দৌঁড়ে অনেক তরুণই এখন ব্যবসা করছেন।
পরিশ্রমের সঙ্গে বুদ্ধি খাটালে ব্যবসার মাধ্যমে আপনিও ভাগ্যের চাকা ঘুরাতে পারেন। সেজন্য বেছে নিতে হবে সঠিক ব্যবসা।
বর্তমানে খামার, আমদানি-রপ্তানি, ফার্মেসী, রেস্টুরেন্ট, পোশাক, শিশু পণ্য- ইত্যাদি ব্যবসা খুব জমজমাট চলছে। তবে এসব ব্যবসায় ব্যাপক প্রতিযোগিতা থাকায় সময়ের সঙ্গে লাভের হার কমে আসছে।
সবমিলিয়ে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে জমি কেনা-বেচার ব্যবসা। কারণ জনসংখ্যা বাড়তে থাকায় নিয়মিতই জমির চাহিদা বাড়ছে। সে তুলনায় প্রতিযোগিতা কম থাকায় এ ব্যবসায় লাভ হচ্ছে বেশি।
তবে সব ব্যবসার মত এ ব্যবসায়ও ঝুঁকি আছে। সেজন্য সতর্ক থাকতে হবে। নির্ভেজাল জমি নির্বাচন, দরদাম করতে পারা, ভবিষ্যতে কোন জমির গুরুত্ব বাড়বে- এসব বুঝতে পারলে এ ব্যবসায় আপনি সহজেই ভাল করতে পারবেন।