সীমান্তে এক সপ্তাহ ধরে চলা বিতর্কিত ভয়াবহ ও প্রাণঘাতী সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনার পর তারা সম্মত জানায়।
রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য ব্যবস্থা প্রতিষ্ঠায়” সম্মত হয়েছে।
দোহা জানিয়েছে, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে এর বাস্তবায়ন যাচাই করতে আগামী দিনগুলিতে ফলোআপ বৈঠক করতেও দুই দেশ সম্মত হয়েছে।
২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় বেশ কয়েকজন নিহত এবং শত শত আহত হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আফগানিস্তানের তালেবান নেতৃত্বের প্রতিনিধিদের সাথে আলোচনার নেতৃত্ব দিয়েছেন।
এক সময়ের মিত্র দুই দেশের মধ্যে সীমান্তে যুদ্ধ এবং তাদের বিতর্কিত ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) সীমান্তে পাকিস্তানি বিমান হামলা শুরু হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আফগানিস্তান সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার এবং আইএসআইএল (আইএসআইএস)-এর সাথে যুক্ত যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। পাকিস্তানের অভিযোগ দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে বলে কাবুল দাবি করেছে।
তবে, ইসলামাবাদ কাবুলের অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান অভিযোগ করেছে, কাবুল সশস্ত্র গোষ্ঠীগুলিকে আফগানিস্তানের অভ্যন্তরে বসবাস করতে এবং সরকারকে উৎখাত করে বছরের পর বছর ধরে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে।
শুক্রবার সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত এবং ১৩ জন আহত হন।
