অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদ্‌যাপন করছে চীন। দিনটি ঘিরে আজ বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে চলছে বিশাল সামরিক কুজকাওয়াজ।

এই সামরিক কুচকাওয়াজে চীন বেশ কিছু নতুন অস্ত্র সামনে এনেছে। তার মধ্যে অন্যতম লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে পরিচালনায় সক্ষম বিশাল ড্রোন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং–উন, ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলসহ ২৬ দেশের রাষ্ট্র প্রধান।

সামরিক কুজকাওয়াজের শুরুতে ভাষণ দেন চীনা প্রেনিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ‘অপ্রতিরোধ্য চীন’কে কোনোভাবেই ভয় দেখানো যাবে না।