রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে ডোনাল্ড ট্রাম্প ‘যথাযথ অঞ্চলে’ দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অত্যন্ত উস্কানিমূলক বিবৃতির প্রেক্ষাপটে আমি দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি।
তিনি লেখেন, “এইসব মুর্খ এবং জ্বালাময়ী কথাগুলো যদি মামুলি কথা হয়ে না থাকে সে কারণেই আমি এ ব্যবস্থা নিয়েছি। কথা খুবই গুরুত্বপূর্ণ। কথা প্রায়ই অনিচ্ছাকৃত পরিণতি ডেকে আনতে পারে। এক্ষেত্রে তেমন দৃষ্টান্ত দেখা যাবে না-তেমনটিই আশা করি।”
তবে ‘যথাযথ অঞ্চল’ বলতে ট্রাম্প ঠিক কোন অঞ্চলকে বুঝিয়েছেন তা উল্লেখ করেননি। সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত নাকি পারমাণবিক অস্ত্র সজ্জিত তাও তিনি খোলাসা করেননি।
সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ইউক্রেইনে যুদ্ধ অবসানের জন্য রাশিয়াকে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের প্রতিক্রিয়ায় সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন।
রাশিয়া-ভারত সম্পর্ক নিয়ে ট্রাম্প লিখেছিলেন, “তারা চাইলে নিজেদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবাক, আমার কিছু যায় আসে না।” মেদভেদেভ সম্পর্কে তিনি লিখেছিলেন, রাশিয়ার সাবেক এই ব্যর্থ প্রেসিডেন্ট এখনও নিজেকে প্রেসিডেন্ট মনে করেন। মেদভেদেভকে তার কথার বিষয়েও সতর্ক হতে বলেছিলেন ট্রাম্প।
পাল্টা জবাবে ট্রাম্পকে কটাক্ষ করে দিমিত্রি মেদভেদেভ বলেন, “তিনি (ট্রাম্প) যেন জম্বি টিভি ড্রামা ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজের কথা মনে করেন এবং সোভিয়েত যুগের ‘ডেড হ্যান্ড’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা ভয়ানক হতে পারে তা যেন ভুলে না যান। যদিও এর কোনও অস্তিত্ব নেই।”
কয়েকদিন ধরেই ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগযুদ্ধ চলছে। প্রাথমিকভাবে এক্স এবং টেলিগ্রামে একের পর এক পোস্টে মেদভেদেভ সমালোচনা করেছেন ট্রাম্পের।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার প্রস্তাবিত সময়সীমা, ৫০ দিন থেকে কমিয়ে ১০ বা ১২ দিন করেছেন ট্রাম্প। চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপানোর ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করেন মেদভেদেভ।