রাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের’ দশ দফা ইশতেহার

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’। রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।

লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল জীবন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এশা।

ইশতেহারে দশ দফা হলো- ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে পাকবাহিনীর গুলিতে ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা; শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন; ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ; ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন এবং ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা; নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ; ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ; আবাসন সংকট নিরসন এবং নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন; স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা ;দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা।

এক বছরে সবগুলো ইশতেহার পূরণ করতে পারবে কি না এমন প্রশ্নের উওরে প্যানেলের ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, ‘আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত। আমাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেগুলো বাস্তবসম্মত এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগুলো পূরণ করতে সক্ষম হব। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের পাশে থাকলে আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে পারবো।’