যুক্তরাষ্ট্র চাইলেই চীনকে ধ্বংস করে দিতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র চাইলেই চীনকে ধ্বংস করে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কযুদ্ধের আবহে এ বার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশকে এমনটাই বললেন তিনি। প্রয়োজনে এমনকি চীনের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন।

সোমবার হোয়াইট হাউসে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকের পরে কোরিয়ার রাষ্ট্রনেতাকে পাশে রেখেই চীনের উদ্দেশে হুঁশিয়ারি দেন।

বেজিং প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীনের হাতে কিছু তাস রয়েছে। আমাদের কাছেও অসাধারণ কিছু তাস আছে। কিন্তু আমি সেই তাসগুলি খেলতে চাই না। যদি আমি সেই তাসগুলি খেলি, তা হলে চিন ধ্বংস হয়ে যাবে। এ কথা বলার সময় ট্রাম্প বেজিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথাও জানান।

ট্রাম্পের এই হুঁশিয়ারির মূলেও রয়েছে ব্যবসা। মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা করছেন, উদ্ভূত বাণিজ্যিক সমীকরণে আমেরিকাকে চুম্বক রপ্তানি বন্ধ করে দিতে পারে চীন। আমাদের জন্য চুম্বক দিতেই হবে চীনকে। যদি ওরা আমাদের চুম্বক না দেয়, আমরা ওদের উপর ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেব।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুসারে, গত জুন মাসে চুম্বক রপ্তানি ৬৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। জুলাইয়ে তা আরও ৭৬ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে দর কষাকষি চলছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চলতি সপ্তাহেই চীনা বাণিজ্য প্রতিনিধিদল আমেরিকায় যেতে পারে আলোচনার জন্য। এই আবহে ট্রাম্পের হুমকি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনায় বসার আগে চীনকে চাপে রাখতেই এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।