মোদি-শি বৈঠকে বন্ধুত্বের বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের পর চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিলো যুক্তরাষ্ট্রের। এবার সেই সম্পর্কের ভিত্তি যেনো আরো নড়বড়ে হলো নরেন্দ্র মোদির চীনের সফরকে ঘিরে। চীন সফরে বেইজিং ও দিল্লি একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।

এদিকে, চীনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই পরিস্থিতির মধ্যে আসন্ন ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প।

চীনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের পর এক টেবিলে আলোচনায় বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০ দেশের নেতারা।

এই সম্মেলনকে কেন্দ্র করে সাত বছর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-মোদির দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এমনকি, বৈঠক চলেছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ডট কমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ও চীনা প্রেসিডেন্টের ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ এবং সংবেদনশীলতার ভিত্তিতে সহযোগিতায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

মোদীকে স্বাগত জানিয়ে জিনপিংও পারস্পরিক সমন্বয়ের বার্তা দিয়েছেন। বলেছেন, পৃথিবী একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে। প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে থাকা জরুরি। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার। কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে।

এমন পরিস্থিতির মধ্যে ভারতে সফর বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদিকে ফোনালাপে বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। কিন্তু ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই।