মানবিক করিডর: বাংলাদেশে বিক্ষোভের ডাক

বাংলাদেশের ভিতর দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর তৈরির পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।

সিপিবি বলছে, মানবিক করিডরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর একটি চক্রান্ত চলছে।

এর প্রতিবাদে দলটি আগামী ২৩ ও ২৪শে মে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করবে।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শুক্রবার বিকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সিপিবি।

মানবিক করিডরের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যােগের বিরোধিতাও করবে দলটি।

মানবিক করিডর নিয়ে কি হচ্ছে বাংলাদেশে?

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির লড়াই তীব্র হওয়ার পর থেকেই পূবের সীমান্ত নিয়ে বাংলাদেশে আলোচনা বাড়ছে।

রাখাইনের লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই এই সীমান্ত এলাকার যে কোন ঘটনা বাংলাদেশকে উদ্বিগ্ন করছে।

আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ নিয়ে আলোচনা আরও বেড়েছে।

এর মধ্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসে রাখাইনে সহায়তার জন্য মানবিক করিডর তৈরির প্রস্তাব দেন।

এরপর বাংলাদেশ সরকারের তরফ থেকে এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে।

তবে রাজনৈতিক দলগুলো শুরু থেকেই মানবিক করিডরের বিরোধিতা করে আসছে। তারা এক্ষেত্রে সরকারের কার্যক্রমকেও সন্দেহের চোখে দেখছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপিসহ অন্যান্য দল।

এসব দলের নেতারা মনে করছেন, রাখাইন ঘিরে বিশ্বের পরাশক্তিগুলোর আলাদা পরিকল্পনা থাকতে পারে। এ ইস্যুতে ভুল সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ছায়া যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।