মার্কিন বাহিনী ‘অবৈধ মাদক পাচারকারী’ একটি জাহাজকে লক্ষ্য করে আরেকটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার ফলে জাহাজে থাকা কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। শুক্রবার রাতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে এ তথ্য জানান।
এই হামলার মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র মাদক চোরাচালানের অভিযোগে একটি জাহাজে মারাত্মক হামলার দাবি করেছে। হামলায় আন্তর্জাতিক জলসীমায় থাকা জাহাজটিতে থাকা ৩ জন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়। এই হামলায় কোনও মার্কিন বাহিনীর ক্ষতি হয়নি বলেও জানানো হয়।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, মাদকের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ‘মারাত্মক গতিশীল হামলা’।
ট্রাম্প বলেন, “গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে জাহাজটি অবৈধ মাদক পাচার করছিল এবং আমেরিকানদের ‘বিষ’ প্রয়োগের উদ্দেশ্যে মাদক পাচারকারী পথ দিয়ে যাচ্ছিল।”
ভেনেজুয়েলা থেকে আসা মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত জাহাজের বিরুদ্ধে এই মাসে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের ২ সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন সেনাবাহিনী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকায় হামলা চালিয়েছে। এতে ১১ জন নিহত হয়েছে।
ট্রাম্প ভুক্তভোগীদের “মাদক সন্ত্রাসী” হিসেবে বর্ণনা করেছেন যারা “অবৈধ মাদকদ্রব্য পরিবহন করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছিল”।
