ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে একটি বাস পুরোপুরি মাটির নিচে চাপা পড়ায় এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি হরিয়ানার রোহতক থেকে গুমরউইনের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘটনাটি বড় মর্মান্তিক উল্লেখ করে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
ঘটনাস্থলে একটি ভিডিওতে দেখা গেছে, জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে এবং স্থানীয় মানুষ উদ্ধারকাজে সহায়তা করছেন।
ঝান্ডুত্তার বিধায়ক জিত রাম কাটওয়াল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানের অগ্রগতি পর্যালোচনা করেন। তিন শিশুকে জীবিত উদ্ধার করে নিকটবর্তী বার্থিন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “বিলাসপুরে ভূমিধসের ঘটনায় এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকপ্রকাশ করে বলেন, “বিলাসপুরে ভূমিধসজনিত বাস দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
প্রসঙ্গত, সোমবার থেকে বিলাসপুর অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।
