বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নয়াদিল্লির বিধিনিষেধের বিষয়ে ঢাকার অবস্থান জানতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন দেশটির বাণিজ্য উপদেষ্টা।
বুধবার সচিবালয়ে কোরবানি সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বসেন শেখ বশিরউদ্দীন।
সেখানেই নানা প্রশ্নের মাঝে একজন সাংবাদিক ভারতের পণ্য নিষেধাজ্ঞার বিষয়ে বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করেন।
জবাবে উপদেষ্টা বৈঠকের বিষয়ে অর্থাৎ কোরবানি সংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ করেন। এর বাইরের প্রশ্ন নিতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি।
সাংবাদিক বৈঠক শেষ হওয়ার মুখে আরেকজন সাংবাদিক উপদেষ্টাকে পুনরায় তার সহকর্মীর প্রশ্ন স্মরণ করিয়ে উত্তর জানতে চান।
তাতেও উপদেষ্টার সাড়া মেলেনি।