ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘভাঙা বৃষ্টির পানিতে ভেঙে গেছে বেশ কয়েকটি বাড়ি। ভেসে গিয়েছে বেশ কয়েকটি দোকানঘর এবং দাঁড়িয়ে থাকা গাড়ি ও ভেঙে পড়েছে সেতু। এমনকি তিন জন নিখোঁজ রয়েছে। সোমবার গভীর রাতে শুরু হওয়া এই বৃষ্টি আজও থামেনি।
বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের দেরাদুনে তপোবনের বেশ কয়েকটি বাড়ি ডুবে গেছে এবং আইটি পার্ক এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। কার্লিগাদ নদীতে বন্যায় আশেপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে । ওই এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলাকারী দল (এসডিআরএফ)-এর সদস্যরা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে সরানো হয়েছে বাসিন্দাদের।
ভারী বৃষ্টির সতর্কতা থাকায় দেহরাদূনে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা উত্তরাখণ্ড সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী ধামী জানিয়েছেন, তিনি প্রতিনিয়ত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
